পাবনার ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দাশুড়িয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) দাশুড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত কলেজ ছাত্রলীগের নেতা মনিরুল ইসলাম (২৬) দাশুড়িয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মারমী এলাকার পিতা মোঃ মজিবর ইসলাম এর ছেলে। কলেজ ছাত্রলীগ নেতা মনিরুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম। অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম শহিদ জানান, ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের গত ১৯/০৮/২০২৪ ইং (মামলা নং-১২) এর তদন্তে প্রাপ্ত আসামী মনিরুল ইসলামকে ডেভিল হ্যান্ড অপারেশন ও স্থানীয় জনগণের সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রবিবার , ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৯শে রজব, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদীতে দাশুড়িয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম আটক
প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ মার্চ, ২০২৫