বুধবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সলঙ্গায় হামদ-নাত ও সংগীত প্রতিযোগীতা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ মার্চ, ২০২৫

শিশু-কিশোরদের ইসলামী সংস্কৃতিতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সলঙ্গায় কোরআন তেলোয়াত,হামদ-নাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সলঙ্গা সিরাত ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ৯ টায় মৌলভী আব্দুল ওয়াহেদ মিলনায়তনে মাও: আব্দুল গাফ্ফারের সভাপতিত্বে প্রতিযোগীতা অনুষ্ঠান শুরু হয়।দাদপুর জি.আর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড. মো: হেদায়েতুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ইসলামী ব্যাংক, সলঙ্গা শাখার ব্যবস্থাপক মো: রাশেদুল ইসলাম, বিশিষ্ট,জি.আর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সহকারি অধ্যাপক বেলাল হোসেন,মাও: আব্দুল গফুর,এস.এম ফারুক হায়দার,শাহ আলমসহ বিভিন্ন হাফিজিয়া ও কওমী মাদ্রাসার মুহতামিমগণ।সলঙ্গা থানার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে।অনুষ্ঠান শেষে সম্মানীত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।পরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে সলঙ্গা বাজারে এক বর্ণাঢ্য রেলী বের করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।