অজান্তেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলা কমিটিতে নাম আসায় ছাত্রদল নেতা মো: শরিফুল ইসলাম এই কমিটি থেকে পদত্যাগ করেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে চাটমোহর উপজেলা ছাত্রদলের শাখার যুগ্ম আহ্বায়ক মো: শরিফুল ইসলাম পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মো: শরিফুল ইসলাম বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী। বিগত সময়ে ছাত্রদলের সক্রিয় কর্মী হিসাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ৩০৬ সদস্যবিশিষ্ঠ পাবনা জেলা শাখার আহ্বায়ক কমিটি দিয়েছে। হঠাৎ দেখলাম আমাকে না জানিয়ে আমার সাথে কোন প্রকার কথা না বলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটিতে আমার নাম দেয়া হয়েছে। তাই আমি ওই কমিটি থেকে পদত্যাগ করছি।
তিনি আরো বলেন, পাবনার কোন রাজনৈতিক সংগঠনে এত বড় কমিটির নজির নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি দেয় নাই যেন কমেডি করছে।
উল্লেখ্য, গত মাসের ২৯ জানুয়ারি (বুধবার) সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী বরকতুল্লাহ ফাহাদকে আহবায়ক এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনজুরুল ইসলামকে সদস্য সচিব করে পাবনা জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০৬ সদস্যবিশিষ্ঠ আহ্বায়ক কমিটি গঠিত হয়। কমিটি গঠনের পরপরই ছাত্রলীগ সম্পৃক্ততা সহ নানান অভিযোগে সংবাদ প্রকাশ হয়।