পাবনা ফরিদপুর উপজেলা ওয়ালটন প্লাজার পিছনে ৫৮ (আটান্নো) শতক সরকারি খাস খতিয়ান ভুক্ত জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচলনা করা হয়।
গতকাল বুধবার বেলা ১০.০০ টার দিকে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলামের নির্দেশক্রমে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সানাউল মোর্শেদের নেতৃত্ব এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন,নাজির মো: জমিরউদ্দীন, উপজেলা সার্ভেয়ার মো: মনোয়ারুজ্জামান, ইউনিয়ন সহকারী কর্মকর্তা কে, এম হাবিবুর রহমান, পৌর নির্বাহী প্রকোশলী মো: আ: ছালাম মন্ডল, সহকারী পৌর প্রকোশলী মো: মামুন আক্তার,ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন মাষ্টার মো:আলতাব হোসেন,এ এস আই মো: ইমরান হোসেন সহ সংগীয় পুলিশ প্রশাসন। এই অভিযানে স্থানীয় জনতা সন্তোষ প্রকাশ করেন এবং সাধুবাদ জানাই।
অভিযান শেষে সহকারী কমিশনার ভূমিও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সানাউল মোর্শেদ বলেন, আমরা সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো এবং এ উপজেলায় কেউ যেন সরকারি জায়গা দখল করতে না পারে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করেন।