৬১নং সরাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ ফেব্রুয়ারি সারাদিনব্যাপী এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাতা সদস্য অধ্যাপক মাওলানা মোঃ নাসির উদ্দিন।
এ সময় প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিনাজুল ইসলাম। অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ফারুক আহমেদ খান।
উক্ত ক্রীড়া অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা ছিলেন নাটোর সিটি কলেজের প্রভাষক সাইদুল ইসলাম কুচি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রইছ উদ্দিন রবি’র সার্বিক ব্যবস্থাপনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল বাতেন, ইউ আর সি কামরুল হাসান, সহকারী শিক্ষা অফিসার ফারহানা খান,
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মল্লিক, সহকারি শিক্ষা কর্মকর্ম ফাতেমা খাতুন, আটঘরিয়া প্রেসক্লারের সাবেক সভাপতি আব্দুস সামাদ আজাদ, ইউপি সদস্য আব্দুল করিম। ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র ছাত্রী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।