পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) অত্র কলেজ প্রাঙ্গণ খেলার মাঠে সকাল সাড়ে ১০ টার সময় শুরু হয়ে বিকাল ৫ টায় শেষ হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতে মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: মোস্তফা কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মহিলা ডিগ্রী কলেজের সভাপতি এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
তিনি তার বক্তব্যে বলেন, মহিলা ডিগ্রী কলেজটি প্রাতিষ্ঠানিক ভালো লেখাপড়ার পাশাপাশি উপজেলার বিভিন্ন খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর আরো জোর দিতে হবে। প্রতিমাসে ছাত্রীদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করার জন্য শিক্ষকমন্ডলীরদের অনুরোধ করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে তারই ধারাবাহিকতায় তোমাদের কে এখন থেকেই প্রস্তুতি গ্রহন করতে হবে।
এ সময়ে উপস্থিত ছিলেন অত্র কলেজের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, সকল ছাত্রী, শিক্ষকমন্ডলী ও কর্মচারীবৃন্দ।