পাবনার ফরিদপুরে ১৭ মার্চ সোমবার বেলা ১১ ঘটিকার সময় উপজেলা সভা কক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা নিবার্হী অফিসার জনাব মাহবুব হাসানের সভাপতিত্বে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোপেশ চন্দ্র সরকার, থানা তদন্ত অফিসার জামাল উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সি,উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুল হাকিম খান,ফরিদপুর উপজেলা জামায়াতে আমীর মাও আবু তালেবসহ বিভিন্ন সুশিল সমাজ।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য শেষে তিনি বলেন, রাষ্ট্রীয় কাজে আমাদের কে অবশ্যই সততা,ন্যায় নিষ্ঠার সাথে দেশকে সামনের দিকে নিয়ে যেতে হবে।