পাবনার চাটমোহর উপজেলার রেলবাজারে লালন দর্শন ভাব সাহিত্য ও সঙ্গীত চর্চা কেন্দ্রে লালন স্মরণোৎসব ও লালন মেলা অনুষ্ঠিত হয়েছে। গানে গানে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাত ব্যাপী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পী ও স্থানীয় শিল্পীদের মনমুগ্ধকর লালন সংগীত শ্রবণ করেন বহু শ্রোতা।
যদি কিছু জানতে হয়, মন দিয়ে শুনতে হয়, শুনবো বেশি বলবো কম, আমরা সবাই চেতন এ স্লোগানে চাটমোহরে অনুষ্ঠিত হলো লালন স্মরণোৎসব।
লালন দর্শন ভাব সাহিত্য ও সঙ্গীত চর্চা কেন্দ্রের সভাপতি ইশারত ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ কে এম আনোয়ারুল ইসলাম।
কুষ্টিয়ার শিল্পি চাঁদনী, শারমিন সরকার, রুমানা, সুভাষ বাউল, রোমানা, ক্ষ্যাপা রাসেল, হাবিব বাউল, জসিম বাউল, সামাদ বাউল, সিহাব বাউল, হাবিব বাউলসহ স্থানীয় শিল্পি জাকির শাহ, সাইফুল ইসলাম, আব্দুস সালাম প্রমুখ লালনগীতি পরিবেশন করেন।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, উপজেলা কৃষকদলের সভাপতি লিটন বিশ্বাস ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চেতন গুরু।