তোমার কাছে হাত তুলেছি
অপরাধী আমি
ক্ষমা কর দয়াল প্রভু
তুমি অন্তর যামী।
আসমান জমিন কুল মাখলুক
সৃষ্টি জগৎ সব
আল্লাহ ছাড়া নেই ইলাহা
সবার তুমি রব।
জানা অজানা ছোট বড়
যতো আছে গুনাহ
তোমার কাছে হাত তুলেছি
চাই তোমার পানাহ্।
পথ হারাদের দেখাও পথ
অন্ধ জনে দাও আলো
সৃষ্টি কূলে রহমত ঢেলে
রেখো সদা ভালো।