পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাজপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ খানের সভাপতিত্বে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন পারখিদিরপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন, পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাকী বিল্লাহ প্রমূখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।
ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ক্যারাম বোর্ড, ক্রিকেট সামগ্রীসহ বিভিন্ন খেলার সামগ্রী।