পাবনার ভাঙ্গুড়ায় আফসার আলী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে মন্ডতোষ গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আফসার আলী উপজেলার মন্ডতোষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পার্শবর্তী চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের একটি বিস্ফোরক মামলায় বিশেষ অভিযান পরিচালনা করে আফসার আলীকে গ্রেফতার করেছে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারের পর তাকে পাবনা ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ওসি) মো: বাছির আহম্মেদ বলেন, আজ শনিবার বিকালে আফসার আলীকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।