বুধবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সকল মানুষের ভালবাসায় সিক্ত আমি – জাকারিয়া পিন্টু 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
পাবনার ঈশ্বরদীতে পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ মৃত্যুদন্ডপ্রাপ্ত তিন নেতাকে বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার ( ১০ ফেব্রুয়ারী ) সকালে শেখ হাসিনার ট্রেনে গুলি করা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পিন্টুসহ মোঃ শহীদুল ইসলাম অটল ও পৌর যুবদলের সভাপতি মোঃ মোস্তফা নূরে আলম শ্যামল পাবনা জেল কারাগার থেকে কারামুক্তি হলে হাজার হাজার নেতা-কর্মীরা তাঁদেরকে বরণ করে নিয়ে বিশাল শোভাযাত্রা ঈশ্বরদীতে নিয়ে আসেন।ঈশ্বরদী- আটঘোরিয়াবাসীর ব্যানারে দুপুরে পুরাতন বাসষ্ট্যান্ডে কারামুক্ত নেতাদের জন্য আয়োজন করা হয় গণসংবর্ধনা। নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভীড়ে শহরের রেলগেট হতে চাঁদআলীর মোড় পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তিন নেতার গণসংবর্ধনায় জাকারিয়া পিন্টু ঈশ্বরদী বিএনপি’র সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের ত্যাগের বিনিময়ে আজ আমি নেতা হতে পেরেছি। আপনাদের ভালবাসায় আজ আমি সিক্ত হলাম। আমরা সামাজিকভাবেও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। ঈশ্বরদীতে বিএনপি’র কেউ হানাহানির সাথে যুক্ত থাকবে না। প্রতিশোধ পরায়ণ হয়ে কাজ করবেন না কেউ। নিজের হাতে আইন তুলে না নিয়ে আইন ও আল্লাহপাকের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হতে হবে। কারামুক্ত জাকারিয়া পিন্টু এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রথম থেকেই তিনি এই মিথ্যা মামলা দেখভাল করছেন। কারারুদ্ধ নেতাদের বাড়িতে আর্থিক সহায়তা দিয়েছেন। আমাদের মুক্ত করার জন্য এই মামলার যাবতীয় অর্থ তিনি ব্যয় করেছেন। মামলা পরিচালনা করে আমাদের কারামুক্ত করে আনার জন্য ব্যরিষ্টার কায়সার কামাল ও আইনজীবী জামিল আক্তার এলাহীসহ সংশ্লিষ্ঠদের প্রতি কৃতজ্ঞতা জানান। গণসংবর্ধনায় বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা কমিটির আহব্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র করে আজ আওয়ামী লীগ মাইনাস হয়েছে। এখনও বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। যারাই ষড়যন্ত্র করবে তারাই মাইনাস হয়ে যাবে। যত ষড়যন্ত্রই হোক না কেন আমরা কারামুক্ত নেতা পিন্টুকে নিয়ে ঈশ্বরদীর মাটিতে দূর্গ গড়ে তুলবো।তিনি আরও বলেন, অন্যায় ভাবে বিএনপি’র নেতাদের ফাঁসিসহ বিভিন্ন দন্ডের দন্ডিত করা হয়েছিলো। যে বিচারক রায় দিয়েছিলেন, জনতার আদালতে সেই বিচারকের বিচার করবো। সুপ্রিম কোর্টের সিনিয়র ও এই মামলার অন্যতম আইনজীবি জামিল আক্তার এলাহী বলেন, ঈশ্বরদীর প্রাণ ভোমড়া জাকারিয়া পিন্টু। জাকারিয়া পিন্টুর নির্দেশনায় এই মামলার জন্য মুক্তি সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিলো। আমি ছিলাম কমিটির আহব্বায়ক। সাড়ে ৫ বছর অক্লান্ত পরিশ্রমের সাথে ঈশ্বরদীবাসীর উৎসাহ-উদ্দিপনা ছিল বলেই আমরা এদের কারামুক্ত করতে পেরেছি। তাই এই বিষয়টি দেখভাল করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পৌর বিএনপি’র প্রস্তাবিত কমিটির আহ্বায়ক এস এম ফজলুর রহমানের সভাপতিত্বে গনসংবর্ধনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, রেল শ্রমিক দলের নেতা আহসান হাবিব, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌর বিএনপি’র প্রস্তাবিত সদস্য সচিব বিষ্টু সরকার ও পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন জনি প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।