বুধবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উপজেলা আ.লীগ কার্যালয় গুড়িয়ে ঝোলানো হলো মাদরাসার সাইনবোর্ড

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার বিকেলে কার্যালয় ভাংচুরের পর রাতেই সেখানে একটি মাদ্রাসার ছাত্রাবাসের সাইনবোর্ডও ঝুলিয়ে দেয় তারা। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের প্রত্যক্ষ অংশগ্রহণে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার বিকেলে ফরিদপুর বাজারে এস্কেভেটর (ভেকু) নিয়ে উপস্থিত হয় প্রায় ৩০-৩৫ জনের একটি দল। তারা শ্লোগান দিয়ে ভেকু দিয়ে দুইতলা বিশিষ্ট কার্যালয়টি ভাঙতে শুরু করে। প্রায় দুই ঘন্টা ভাঙচুরের পর রাত্ইে সেখানে বনওয়ারীনগর মাদরাসা ছাত্রাবাসের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।

ফরিদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি খলিলুর রহমান সরকার বলেন, ফরিদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম বকু ও বিএনপি নেতা বনওয়ারী নগর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমানের সরাসরি তত্ত্বাবধানে আমাদের দলীয় কার্যালয় গুড়িয়ে দেয়া হয়েছে। আমাদের কার্যালয় বৈধ জায়গায়, বৈধ স্থাপনা। তারা সন্ত্রাসী আক্রমণ চালিয়ে কার্যালয়টি ভেঙে মাদরাসার সাইনবোর্ড ঝুলিয়েছে। আমাদের দলীয় নেতাকর্মীরা পুলিশের সহায়তা চেয়েও পায়নি।

খলিলুর রহমান আরো বলেন, দলীয় কার্যালয় ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা না করতে ও প্রশাসনকে ব্যবস্থা নিতে সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। তারপরেও হামলা ভাঙচুর চলছেই। আসলে সরকারই ভাঙচুরে পৃষ্ঠপোষকতা দিয়ে আবার কঠোরতার বাণী শুনিয়ে মশকরা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা শান্তি চেয়েছিলাম, কিন্তু তারা সে পরিস্থিতি রাখছেন না।

ফরিদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম বকু অভিযোগ অস্বীকার করে বলেন, কিছু ছাত্রদল, শিবির ও সমন্বয়করা মিলে এ ভাঙচুর করেছেন। কিছুটা ভাঙচুরের পর সেটি থামানো হয়েছে। এ ঘটনার সাথে আমি সম্পৃক্ত নই। অন্য আরেকটি জায়গায় ভাঙচুরের পরিকল্পনা হয়েছিলো, উল্টো আমরা সেটিও বন্ধ করেছি।

এদিকে, ভাঙচুরের বিষয়ে কোন অভিযোগ পাননি বলে দাবি করেছেন ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত জামান। তিনি বলেন, আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের বিষয়ে কোন তথ্য জানা নেই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।