সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ ও তদন্তের জন্য অনুরোধ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবন্দ। শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) বিকালে ঈশ্বরদী প্রেসকাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ ঈশ্বরদী বিএনপির ৪৭ জন নেতাকর্মীর নামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনে হামলার মিথ্যা মামলায় নিন্ম আদালত রায়ের বিরুদ্ধে হাইকোর্ট আপিল বিভাগে গত ৫ ফেব্রুয়ারি রায় ঘোষনা করা হয়। রায় ঘোষণার পর প্রেস ব্রিফিংয়ের সময় ঢাকা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একজন সাংবাদিকের সঙ্গে অনাকাঙ্খিত ঘটনা ঘটে। আমরা এই ঘটনায় দুঃখ প্রকাশ করছি এবং সেদিনের প্রকৃত ঘটনা তুলে আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ঘটনাটির সংক্ষিপ্ত বর্ণনায় তিনি বলেন, ঘটনাটি দুঃখজনক। তবে আমাদের নেতাকর্মীদের আগে থেকেই নির্দেশনা দেওয়া ছিলো হাইকোর্ট প্রাঙ্গণে কোন বিশৃঙ্খলা করা যাবে না। কিন্তু প্রেস ব্রিফিংয়ের আগে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সে সময় ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মেহেদী হাসানকে উপস্থিত ২/৩ জন অচেনা যুবক এসে ধাক্কা দেয় ও পিছন থেকে টি-শার্টের কলার চেপে ধরে। এর পরপরই অচেনা ওই যুবকেরা সাংবাদিকের উপর চড়াও হয় এবং তাদের মারধর করে আহত করেন। এসময় হামলাকারী ওই যুবকদের ধরতে গেলে তারা দৌড়ে পালিয়ে যায়। তবে দলের কেউ চিনতে পারে নাই। পরে মেহেদী হাসানকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র থেকে বহিস্কার করা হয়। আমরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের থেকে এই বহিস্কারাদেশের প্রতি সম্মান রেখে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতাদের অনুরোধ করছি- ‘আপনাদের সিদ্ধান্তে পূর্ণ আস্থা আছে, আপনারা ভিডিও ফুটেজ গুলো পূনরায় পর্যালোচনা করে ও প্রকৃত ঘটনা তদন্ত করে সিদ্ধান্ত নেবেন।
প্রকৃত দোষীদের সাংগঠনিক শাস্তির আওতায় আনা হোক এটা আমাদেরও প্রত্যাশা। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যকরী সভাপতি আহসান হাবীব, ঈশ্বরদী পৌর বিএনপি নেতা বিষ্টু সরকার, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ফিরোজ, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, শামসুদ্দোহা পিপ্পু, ঈশ্বরদী পৌর সভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, ইলিয়াস হোসেন এলবাস, আবু সাঈদ লিটন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ন-সম্পাদক এনামুল হক, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মাহমুদ হাসান সোনামনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশীদ নান্টু সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।