রবিবার , ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভাইরাস প্রতিরোধক ঔষধ বিতরণ ও হোমিও চিকিৎসা কেন্দ্র উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধক ঔষধ, মাস্ক বিতরণ ও হোমিও চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
 বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২০, সকালে নাগরপুর সদর বাজার পুরাতন বেবি ষ্টান্ড আইয়ুব আলী সুপার মার্কেটে, মুক্তাদির হোমিও চিকিৎসা কেন্দ্র নামে চিকিৎসালয়ের উদ্বোধন উপলক্ষে হোমিও ঔষধ, মাস্ক বিতরণ ও চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করা হয়। এতদসঙ্গে দেশবাসী তথা এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে শেষ করা হয়। উক্ত হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্বোধক হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হোমিও রত্ন ডাঃ দিলীপ কুমার রায়, চেয়ারম্যান বাংলাদেশ হোমিও বোর্ড ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, উক্ত মুক্তাদির হোমিও চিকিৎসা কেন্দ্র উদ্বোধন ঘোষণা করেন।
জনাব আহম্মদ হোসেনের সভাপতিত্বে ও ডাঃ এম এ মান্নানের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠান, মাস্ক বিতরণ , হোমিও প্রতিরোধক ঔষধ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, রেজিস্টার বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডাঃ আশিস শংকর নিয়োগী, সদস্য বাংলাদেশ হোমিও বোর্ড, ডাঃ শেখ মোঃ ইফতেখার উদ্দিন, সদস্য বাংলাদেশ হোমিও বোর্ড, প্রফেসর ডাঃ শাহিদা আক্তার, অধ্যক্ষ টাঙ্গাইল হোমিও মেডিকেল কলেজ হাসপাতাল, ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, সভাপতি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল, ডাঃ আব্দুল কায়েম উদ্দিন, সহযোগী অধ্যাপক টাঙ্গাইল হোমিও মেডিকেল কলেজ হাসপাতাল ও সদস্য বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড, ডাঃ আনোয়ারুল হক, অধ্যাপক (অবঃ) টাঙ্গাইল হোমিও মেডিকেল কলেজ হাসপাতাল, এম এ সালাম, সহকারী অধ্যাপক মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রী কলেজ টাঙ্গাইল, মোহাম্মদ আলী আক্তার, প্রভাষক নাগরপুর মহিলা কলেজ, মোঃ শওকত আলী, সিনিয়র শিক্ষক মামুদনগর উচ্চ বিদ্যালয়, নাগরপুর টাঙ্গাইল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা হোমিওপ্যাথি চিকিৎসক ও চিকিৎসা কেন্দ্রের উত্তরোত্তর সাফল্য, উন্নতি কামনা করে চিকিৎসা সেবার মান বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ