রবিবার , ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে হুমকি- থানায় অভিযোগ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার:

নগরীর খানজাহান আলী থানাধীন যোগিপোল ৪ নং ওয়ার্ডের মৃত আবুল কালাম আজাদের পুত্র ও খুলনা বড় বাজারের ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম সোহেল (৪০) কে ডিবি পুলিশ পরিচয়ে ফোনে হুমকি প্রদান করেছে। তার ব্যক্তিগত মোবাইলে গত ১১ আগষ্ট বিকাল ৬ টায় ০১৮১৮-৫৪০৪৫৯ নং হতে নিজেকে ডিবি পুলিশের এস আই পরিচয় দিয়ে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি প্রদান করে। পরবর্তিতে সোহেলের মোবাইলে রাত সাড়ে ৮টায় আবারো ফোন দেয় এবং ডিবির এসআই মনিরুজ্জামান পরিচয় দিয়ে হুমকি দিতে থাকে।

 

তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় ব্যবসায়ী সোহেল ১১ আগষ্ট খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার সত্যতা স্বীকার করে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন বলেন, ‘আমরা খোঁজ খবর নিয়ে দেখছি এটা কোন প্রতারক চক্রের কাজ হতে পারে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ