পাবনার ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইব্রাহিম রহমানের উপর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ঈশ্বরদী থানা ভবন ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা। (২৯ জানুয়ারি ) বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঈশ্বরদী থানা ভবনের মূল ফটকের সামনে এই কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচী চলাকালে রাস্তার দু-পার্শ্বে যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দূর্ভোগে পড়ে হাজার হাজার মানুষ। কর্মসূচী চলাকালে বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে ওসি’র প্রত্যাহার দাবি করেন। পরবর্তীতে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ও সেনা বাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. শফিকুল ইসলাম ঘটনাস্থলে এসে হামলাকারীদের গ্রেফতারে ৭ দিনের সময় বেঁধে দিলে কর্মসূচী প্রত্যাহার করা হয়। বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানজিদুর রহমান দিহান, মাহিন মেহরাব, মেহের হোসেন শাওন, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বিটু, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ইমরান হোসেন সোহাগ, ঈশ্বরদী পৌর ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহবায়ক নাজমুল হাসান রিসাদ, ঈশ্বরদী সরকারী কলেজ ছাত্রদলের নেতা মাহমুদুল ইসলাম শাওন সহ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন। বিক্ষোভ কর্মসূচীতে আগামী ৭ দিনের মধ্যে মামলার আসামিদের গ্রেফতার সহ তাদের অন্য সকল মামলা থানায় নথিভুক্ত এবং আসামীদের গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়। উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি রাতে ঈশ্বরদী সরকারি কলেজ এর সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও শহরের ফেরদৌস কলোনী এলাকার মৃত আব্দুস সালাম ডালুর ছেলে ইব্রাহিম রহমান এর উপর সন্ত্রাসীরা গুপ্ত হামলা চালিয়ে গুরুতর আহত করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই দিন রাতেই নিষিদ্ধ সংগঠন পৌর ছাত্রলীগের ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ও মশুড়িয়া পাড়া এলাকার জাহিদুলের ছেলে শাকিল হোসেন (২১) ও একই এলাকার মতিন এর ছেলে রিফাত (২২) সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে ইব্রাহিম। এ ঘটনায় পরদিন সাব্বির হোসেন নামে একজনকে আটক করে পুলিশ। মামলার অন্য আসামীদের গ্রেফতারের দাবিতে এই কর্মসূচী পালন করা হয়েছে।
সোমবার , ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে থানা ঘেরাও
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫