দিন শুরু আল্লাহর নামে
এটাই হোক প্রত্যাশা,
রহমত ঢেলে দেবেন প্রভু
যাবে কেটে হতাশা।
মনের ভেতর রাখবো না
ভয় ও জড়তা,
রাখবো মনে শক্তি ও বল
কেটে যাবে ভীরুতা।
আকাশ জমিন যার প্রশংসা
ন্যাস্ত থাকে সর্বদা,
মরণ পরে কোন ঠিকানা?
মনকে শুধাই তাকাদা!
দ্বীনের রশি আঁকড়ে ধরি
এটাই হোক প্রত্যাশা,
ঝড় ঝঞ্চায় ধৈর্য ধরি
রাখি আল্লায় ভরসা।