“মাদক একেবারেই নয় খেলায় মিলবে জয় এই শ্লোগানকে বুকে ধারণ করে” আটঘরিয়া উপজেলার ধলেশ্বর যুব সমাজের উদ্যোগে আট দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে নয় টার সময় ধলেশ্বর লোহির পরামানিক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় পাবনা নুরপুর ব্যাডমিন্ট একাদশ বনাম দেবোত্তর ব্যাডমিন্ট একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় নুরপুর ব্যাডমিন্ট একাদশ ২-১ গেমস এ দেবোত্তর ব্যাডমিন্টন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলে নেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে চ্যাম্পয়ন পুরস্কার তুলে দেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম।
ধলেশ্বর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন আটঘরিয়া পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার, দেবোত্তর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুস সামাদ, আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় প্রভাষক জাহিদুল ইসলাম, আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু রাসেল।
পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আরমান হোসেন রিপন, কমিটির অন্যান্য সদস্যরা হলেন রফিকুল ইসলাম রুপক, মতিয়ার রহমান মতিন,আব্দুল রাজ্জাক, শিমুল বিশ্বাস, সজীব আহমেদ, নাইম, রাসেল, জাহিদ, সোহান প্রমুখ।
খেলাটি সার্বিক পরিচালানায় ছিলেন রফিকুল ইসলাম আলম। ধারা বর্ননায় ছিলেন আবুল কালাম আজাদ। উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ গ্রহণ করেন। টুর্নামেন্টে প্রথম বিজয়ী দলকে ট্রফি সহ ৬ হাজার টাকার প্রাইজ মানী এবং দ্বিতীয় বিজয়ী দলকে ট্রফিসহ ৪ হাজার টাকার প্রাইজ মানী হিসাবে পুরস্কার তুলে দেন অতিথিরা।