পাবনার আটঘরিয়ার কাজীর হাট গোপালপুর বাজারে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। ১১ জানুয়ারি শনিবার বিকেল ৫টায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শফিকুজ্জামান সরকার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার। সঞ্চালনায় ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আতাউর রহমান রানা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একদন্ত ইউপি সদস্য ফরহাদ শিকদার, খলিল বিশ্বাস, আব্দুল মালেক, মাহবুল আলম নাঈম প্রমুখ।
স্থানীয় বক্তাগণ বলেন, কিছু লোক অন্য এলাকা থেকে লোক এনে শালিস বিচার করে অর্থ আদায় করছে। বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের আশেপাশে ছাত্ররা এবং অন্য লোকজন মদ,গাঁজা,ইয়াবা নেশায় লিপ্ত থাকে।
এছাড়া সন্ধ্যার সময় বিদ্যালয় মাঠে অনলাইন জুয়ার আসর বসে। এদেরকে কেউ কিছু বলে সা্হস পায় না।