বাংলাদেশ সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে চরতারাপুর ও সুজানগরের কাঁচারী মাঠে প্রায় ২ শতাধিক গরীব-অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি অ্যাড. আরশেদ আলম।
বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান মো. শাহরিয়ার আলম জর্জের সভাপতিত্বে ও প্রকৌ. সুজাউল ইসলাম সুমনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা হাসানুজ্জামান পলাশ, পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওয়াসিম রেজা, বগুড়া জেলা শাখার সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক কাউন্সিলর আনিসুর রহমান খোকন, কামরুল হাসান শান্ত, ছাত্রদল নেতা মিজানুর রহমান মিঠু প্রমূখ।

বৃহস্পতিবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বাংলাদেশ সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫