পাবনার চাটমোহরে জাগ্রত কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার (১০ জানুয়ারী) সকাল ৯টায় এ সভা অনুষ্ঠিত হয়।
চাটমোহর উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে গড়ে ওঠে চাটমোহর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড। গ্রামের সাধারণ জনগোষ্ঠীর নিজেদের টাকার সঞ্চয় দিয়ে তিল তিল করে গড়ে ওঠা চাটমোহর উপজেলার সব থেকে বড় ক্রেডিট ইউনিয়ন চাটমোহর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিডেট। এই ক্রেডিট ইউনিয়ন স্বচ্ছতার মাধ্যমে বিভিন্ন স্কিম এর আওতায় তাদের ৪৩৫ জন সদস্যদেরকে সেবা দিয়ে যাচ্ছে।
চাটমোহর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের লিমিটেডের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান সেন্টু’র সভাপতিত্বে ও পাবনা জেলা ক্লাস্টার কমিটির ভাইস চেয়ারম্যান মো. সাখাওয়াৎ হোসেনের সঞ্চালনায়, বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন, চেয়ারম্যান কালব লিমিটেড ঢাকা মি. আগষ্টিন পিউরীফিকেশন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা কালব লিমিটেডের সেক্রেটারী মো. আতিকুল্লাহ সরকার, ডিরেক্টর ”ছ” অঞ্চল কালব লিঃ মো. সাইফুদ্দিন আহম্মেদ সবুজ, টেজারার কালব লিঃ নরেশ চন্দ্র বিশ^াস, জেনারেল ম্যানেজার কালব লিঃ প্যাট্রিক পালমা, ডিরেক্টর বরেন্দ্র চলন ”খ” অঞ্চল কালব লিঃ মো. ওয়াজেদ আলী খাঁন, চেয়ারম্যান পাবনা জেলা ক্লাস্টার কমিটি কালব লিঃ মো. বাবুল আক্তার প্রমূখ।
চাটমোহর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসেন, ডিরেক্টর আব্দুস সাত্তার, মো. মোশারফ হোসেন, মো. শরিফুল ইসলাম, বিশ^জিত কর্মকার, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ট্রেজারার প্রশান্ত কুমার রায়, ঋণ কমিটির সভাপতি মো. ইছাহক আলী মানিক, সদস্য সচিব শিক্ষক ও সাংবাদিক মো. নূরুল ইসলাম, সদস্য মো. সোহেল রানা, পর্যবেক্ষণ ও নিরীক্ষণ কমিটির সভাপতি মাহবুবুল আলম সেলিম, সদস্য সচিব রেজাউল করিম, সদস্য আজম আলীসহ চাটমোহর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের লিমিটেডের সদস্য রুহুল আমিন রতন, খাইরুল ইসলাম ও কর্মচারীসহ ৪৩৫ জন সদস্য ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।