পাবনা জেলার প্রধান সমন্বয়ক বরকতউল্লাহ ফাহাদসহ সমন্বয়ক বৃন্দ ৭ দফা দাবি সম্বলিত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি এবং জনমত গঠনে লক্ষ্যে পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে লিফলেট বিতরণ করছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলার দেবোত্তর বাজারে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে জেলা প্রধান সমন্বয়ক ও তার দল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এসময় জেলা ও আটঘরিয়া উপজেলা সমন্বয়কেরা অংশ নেয় লিফলেট বিতরণ অনুষ্ঠানে।
লিফলেট বিতরণ শেষে দেবোত্তর বাজার চৌ-রাস্তা মোড়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান সমন্বয়ক বরকতউল্লাহ ফাহাদ বলেন, জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, তাদের সরকারি খরচে চিকিৎসা, আওয়ামী খুনি ও দোসরদের বিচার
এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিস্কারভাবে উল্লেখসহ ৭ দফা যৌক্তিক দাবি নিয়ে জুলাই ঘোষণাপত্র ঘোষণার জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র এ ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা করি।
দেবোত্তর বাজারের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
এসময় বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা সমন্বয়ক মন্জুরুল ইসলাম বাপ্পি। জেলা সমন্বয়ক এসএএম সৈকত, মির্জা সোলাইমান, পুষ্পিতা,আটঘরিয়া সমন্বয়ক সবুজ হোসাইন, কে এম আতিক হাসান, রাকিব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।