শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির রাজাপুরের ১৫ আগস্টের বঙ্গবন্ধুর পোষ্টার ছেড়ার ঘটনায় ৭ আসামীর বিরুদ্ধে চার্জশীট

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ আগস্ট, ২০২০

ঝালকাঠি প্রতিনিধ:

ঝালকাঠির রাজাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ব্যানার টানানোকে কেন্দ্র করে  গত ১০আগষ্ট’১৯ তারিখে বঙ্গবন্ধুকে কটুক্তি করার ঘটনায় ৭ আসামীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তদন্তে সত্যতা পেয়ে আদালতে অভিযোগ পত্র(চার্জশীট) দাখিল করা হয়েছে। গত ৩০ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক মো: খোকন হাওলাদার এ অভিযোগ পত্র দাখিল করেন। অভিযোগ পত্রে রাজাপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের মৃত জলিল হাওলাদারের পুত্র মাসুদ হোসেন ঠান্ডু, মো: ইউনুচ মীরের ছেলে বাবুল মীর, বারেক তালুকদারের ছেলে সাগর তালুকদার, লিয়াকতক আলী হাওলাদারের ছেলে ইয়ামীন, আ: মালেকের পুত্র রিয়াজ, আবুল বাসারের পুত্র শাহ আলম ও জলিল উদ্দিন হাওলাদারের পুত্র ফারুক হোসেনকে আসামী অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ তারাবুনিয়া গ্রামের মৃত সুলতান কাজির ছেলে মো: মহাসিন কাজিকে গত ১০আগষ্ট’১৯ তারিখ তারাবুনিয়া এলাকায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসে  ব্যানার লাগানোর দায়িত্ব দেয়া হয়।

 

সে অনুযায়ী ব্যানার লাগাতে গেলে ঐ ইউনিয়নের চেয়ারম্যান ব্যানার লাগাতে বাধা দেয়। পরের দিন ঐ ইউনিয়নের আমতলা নামক বাজারে সকাল ৯টার দিকে ব্যানার সাটাতে গেলে আসামী মাসুদ হোসেন ঠান্ডু ও তাহার সাথে ১৫/১৬জন লোক দলবদ্ধ হয়ে  লাঠিসোটা নিয়ে বাদীকেসহ তার লোকজনকে ধাওয়া করে।এ সময় আসামীরা তার হাত দিয়ে ব্যানার নিয়ে ছিড়ে ফেলে ও বাদীকে কিলগুষি মারে এবং  বঙ্গ বন্ধুকে গালমন্দ করে। এরপর বাদী রাজাপুর থানায় ৭ আসামীর বিরুদ্ধে উক্ত ঘটনায় দন্ড বিধি ১৪৩/৪২৭/৩২৩/৫০০/৫০৬ পেনাল কোড ধারায় মামলা দায়ের করে।এ মামলায় দীর্ঘ তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা অভিযোগ পত্র দাখিল করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

 

এ ব্যাপারে মামলার বাদী মহাসিন কাজী আসামীদের বিচার দাবী করে বলেন, “আসামীরা আমাদের বেআইনীভাবে মারধর ও হুমকি ধমকি দিয়ে বঙ্গবন্ধুর ছবিসহ ব্যানার ছিড়ে ফেলে ও বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর গাল মন্দসহ সম্মানহানি ও রাষ্ট্রবিরোধী অপরাধ করার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ ব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো: খোকন হাওলাদার বলেন, “বাদীর অভিযোগে সত্যতা পেয়ে আদালতে অভিযোগ পত্র দাখিল করেছি।”

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।