শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রতিবাদ – উসমান গনি
প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ আগস্ট, ২০২০
চলবে যবান সত্যপানে
আর করিনা ভয়
প্রতিবাদের কেতন তুলে
করব বিশ্ব জয়।
মোর যবানে শকতি দিও
বলব সবই সত্য
মুখোশ ধারির মুখোশ খুলে
গাইব সঠিক তথ্য
বলব সবই বজ্রকনঠে
সত্য সাহস নিয়ে
সত্যেরর বানী পৌছে দিব
সকলের দারে দারে।