রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রথমবারের মতো প্রবাসীদের সঞ্চয়ী হিসাব খোলার সুযোগ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ আগস্ট, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

স্থানীয়দের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্যও ব্যাংকগুলোতে মাসিক বা ত্রৈমাসিক কিস্তিভিত্তিক সঞ্চয় স্কিম চালুর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৈধ চ্যানেলে পাঠানো অর্থের বিপরীতে এ ধরনের হিসাব খোলা যাবে। সঞ্চয় স্কিমের স্থিতি জামানত রেখে ঋণও দিতে পারবে ব্যাংক। বিশেষ প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি সাপেক্ষে জমানো টাকা বিদেশে নেওয়া যাবে। বর্তমানে বিভিন্ন প্রবাসী বন্ডে বিনিয়োগের সুযোগ থাকলেও কোনো সঞ্চয়ী স্কিম নেই। গতকাল এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বিদেশে বেশি আয় করেন এরকম প্রবাসীদের বিভিন্ন বন্ডে বিনিয়োগের সুযোগ রয়েছে। তবে কম আয় করেন তাদের জন্য এ ধরনের কোনো স্কিম না থাকায় সাধারণত পরিবার-পরিজন খেয়ে-পরে বা বিলাসিতা করে সব টাকা শেষ করে ফেলেন।

 

এখন মাসিক বা ত্রৈমাসিক সঞ্চয় স্কিম চালুর অনুমতির ফলে প্রবাসীদের স্থানীয়ভাবে আর্থিক সুরক্ষা ব্যবস্থা তৈরিতে ভূমিকা রাখবে। আবার বিদেশ থেকে দেশে আসার পর আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে না। সার্কুলারে বলা হয়েছে, এক বছর বা তার বেশি মেয়াদে প্রবাসীদের জন্য সঞ্চয় স্কিম খুলতে পারবে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলো। বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলে সরাসরি অর্থ পাঠানো অর্থ, এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে পাঠানো রেমিট্যান্স নগদায়ন বা প্রবাসীরা দেশে বেড়াতে আসার সময় সঙ্গে আনা বৈদেশিক মুদ্রা দিয়ে হিসাব খুলতে পারবেন। প্রবাসীর নামে পরিচালিত বৈদেশিক মুদ্রা হিসাবের স্থিতি নগদায়নের মাধ্যমেও সঞ্চয় স্কিমে অর্থ জমা করা যাবে। বিদেশে যাওয়ার আগেই কোনো ধরনের জমা ছাড়াই এ ধরনের হিসাব খোলা যাবে। এতে আরও বলা হয়েছে, প্রবাসীদের সঞ্চয়ী হিসাবের প্রোডাক্ট প্রস্তাব কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পর তা গ্রাহকদের জন্য উন্মুক্ত করতে হবে। এ ধরনের সঞ্চয় স্কিমের ওপর প্রতিযোগিতামূলক হারে সুদ দিতে পারবে ব্যাংক। বৈদেশিক মুদ্রা নগদায়নের মাধ্যমে পরিচালিত হিসাব বিবেচনায় বিশেষ সুদহার দিতে বলা হয়েছে।

 

আর সঞ্চয় স্কিমের স্থিতি জামানত রেখে ব্যাংকঋণও দিতে পারবে। সার্কুলারে বলা হয়েছে, সঞ্চয় স্কিমের মেয়াদপূর্তিতে অনিবাসী হিসাবধারীর মনোনীত ব্যক্তিকে ব্যাংক উক্ত হিসাবে জমাকৃত অর্থ সুদসহ দিতে পারবে। আবার বিকল্প ব্যবস্থায় উক্ত স্থিতি দিয়ে প্রবাসী ব্যক্তি নতুন করে তার নামে স্থায়ী আমানত হিসাব খুলতে পারবেন। স্থায়ীভাবে দেশে চলে আসার পর উক্ত হিসাবের স্থিতি এককালীন ভাবে কিংবা পেনশন পদ্ধতিতে মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে হিসাবধারী নিতে পারবেন। সঞ্চয় স্কিম চলা অবস্থায় হিসাবধারী দেশে ফিরে এলে ও স্থানীয় উৎসের আয় দিয়ে নিবাসী হিসাবের মতো পরিচালনা করতে পারবেন। বিদেশে থাকা অবস্থায় উপযুক্ত কারণে অর্থের প্রয়োজন হলে আবেদন সাপেক্ষে প্রয়োজনীয় অর্থ বিদেশে পাঠানোর বিষয় বাংলাদেশ ব্যাংক বিবেচনা করবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।