রবিবার , ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নড়াইলের পল্লীতে ২ জনের কারাদন্ড

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার:

নড়াইলের কালিয়ায় প্রতারণার দায়ে ২ জনের একমাস করে বিনাশ্রম কারাদণ্ডর আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের নিকট মেয়ের মরণাপন্ন মিথ্যা অসুখের কথা বলে আর্থিক সাহায্য চায় দু’জন। তাদের দু’জনের আচার-আচারণ সন্দে*হজনক হলে জিজ্ঞাসাবাদের একপর্যায় তারা মোটর সাইকেলযোগে বিভিন্ন জায়গায় এভাবেই প্রতা*রণা করে আসছিল বলে স্বীকার করে।

 

তখন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হুদা তাৎক্ষনিক আদালত বসিয়ে দুই প্রতারককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তারা হলো, খুলনার খালিশপুর-১৭হাউজিং এস্টেটের মৃত ইসমাইল হোসেনের ছেলে আঃ মান্নান (৬০) ও ইসরাফিল হোসেনের ছেলে বাবুল বখতিয়ার (৪০) । তাদের কালিয়া থানা পুলিশ নড়াইল কারাগারে প্রেরণ করেছে।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ