বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিংড়ায় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করলেন জার্জিস কাদির বাবু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
নাটোর-৩ (সিংড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা ও মতবিনিময় করেছেন বিএনপির রাজনীতির সাথে যুক্ত, রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক এস এম জার্জিস কাদির বাবু।
সোমবার রাত ৮টায় তার নিজ গ্রাম সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রাম ঈদগাহ মাঠে গ্রামবাসী আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রার্থীতা ঘোষণা করেন জার্জিস কাদির বাবু।
মো. মসলেম উদ্দিন প্রামাণিক এর সভাপতিত্বে প্রভাষক মো. আলী হাসান ও আউয়াল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন জার্জিস কাদির বাবুর সহধর্মিণী নুরমহল, পুত্র এস এম অনিন্দ্য জার্জিস, গ্রামবাসী সহকারী অধ্যাপক জনাবুল ইসলাম বাচ্চু, আলহাজ্ব আত্তাব, সরদার মোহাম্মদ আলী, সরদার আফছার, দুদু, আব্দুল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জার্জিস কাদির বাবু বলেন, অবশ্যই আমি মৌগ্রামের কৃতি সন্তান, সিংড়ার যেকজন সূর্য সন্তান রয়েছে আমি তার মধ্যে একজন। আমি ইন্দিরা গান্ধী শান্তি পুরষ্কার, জজ হ্যারিসন স্বাধীনতা পুরষ্কার, বিচারপতি মাহবুব মোর্শেদ স্বর্ণ পদক পেয়েছি। সুতরাং এ সকল বিচারে এই গ্রামের সমস্ত কিছু  উচ্চতর কর্মকান্ড ও অর্জনের ক্ষেত্রে আমিই প্রথম এবং গ্রামবাসী যদি বলে আমি মৌগ্রামের কৃতি সন্তান, তাহলে এটাই সত্য।
তিনি আরও বলেন, আমি বিসিএস ক্যাডার হয়ে চাকুরিতে যোগদানের পর থেকেই এই জনপদের জন্য কিছু করতে ইচ্ছুক। তার ফলস্রুতিতে আমার রাজনীতিকে আসা। রাজনীতি ও সংসদে শিক্ষিত ব্যক্তি দরকার। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একজন সম্মুখযোদ্ধা হিসেবে আজীবন এই জনপদ ও মানুষের সেবা করার লক্ষ্যে নাটোর-৩ (সিংড়া) আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করে সংসদে প্রতিনিধিত্ব করতে চাই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।