বুধবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় আগুনে পুড়ে ছাই  আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরের এনায়েতপুর গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর আগুনে ভস্মীভূত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। পরে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শীত নিবারনের জন্য প্রাথমিক ভাবে কম্বল বিতরণ করেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের তথ্যমতে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আশ্রয়ণ প্রকল্পে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ধোঁয়া ও আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায় এবং উল্লাপাড়া ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের টিম ও স্থানীয়দের ২ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের লিডার সাইফুল ইসলাম বলেন, সন্ধা ৭ টার দিকে স্থায়নীদের ফোন কলের মাধ্যমে জানতে পারি এনায়েতপুর গুচ্ছ গ্রাম আশ্রয়নে আগুন লেগেছে। পরে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ২ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রাই ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।