বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নান্দাইলের পল্লীতে স্কুল ছাত্রী অপহরণ, ২মাস আটকে রেখে ধর্ষন, আদালতে মামলা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের নারায়নপুর গ্রামের মোঃ আবুল কালামের স্কুল পড়ুয়া ছাত্রী (বাকচান্দা আব্দুস সামাদ একাডেমীর ১০ম শ্রেনীর ছাত্রী) কে একই ইউনিয়নের কচুরীচর পাড়া গ্রামের মোঃ হানিফ মিয়ার বখাটে পুত্র মোহাম্মদ হোসাইন (২২) কর্তৃক গত ১লা জুন ২০২৪ অস্ত্রের মুখে বাড়ির সামনে থেকে অপহরণ করে অজ্ঞাতস্থানে আটকে রেখে ২মাস ব্যাপী ধর্ষনের অভিযোগে ময়মনসিংহের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানাগেছে, বেশ কিছুদিন ধরে হোসাইন উক্ত স্কুল ছাত্রীকে প্রেম নিবেদন সহ কটুক্তি করে আসছিল। স্কুল ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে সাগাটা পাড় কমিউনিটি কিনিকের সামনের রাস্তা থেকে ভিকটিমের উড়না দিয়ে মুখ বেধে জোরপূর্বক বিবাদী ও অজ্ঞাতনামা ২/৩জন মিলে সিএনজি যোগে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। বিষয়টি নান্দাইল মডেল থানা পুলিশ প্রশাসনকে অবহিত করলে দেশে বৈষম্য বিরোধী আন্দোলন চলমান থাকায় পুলিশ মামলা গ্রহন করে নাই। বিগত ৬ সেপ্টেম্বর ২০২৪ রশিদ মেম্বারের বাড়ির দক্ষিনের রাস্তায় মারাত্মক জখমী অবস্থায় রাত আনুমানিক ৭টার দিকে বিবাদী মুমূষ অবস্থায় ভিকটিম স্কুল ছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে মেয়েকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৭নং ওয়ার্ডে ভর্তি করা হয়। স্কুল ছাত্রীর ১টি চোখের অবস্থা আশংকা জনক থাকায় তাকে ঢাকা আগারগাঁও চক্ষু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার্ড করেন। এদিকে স্থানীয় একটি প্রভাবশালী চক্র স্কুল ছাত্রীকে অপহরণ, ধর্ষন ও নির্যাতনের বিষয়টি ধামাচাপা দেবার চেষ্ঠা সহ বিবাদী হোসাইনকে দেশের বাহিরে পাঠিয়ে দেবার উদ্যোগ নিয়েছে। পরে মেয়ের পিতা মোঃ আবুল কালাম আজাদ মোঃ হোসাইনকে একমাত্র আসামী ও অজ্ঞাত নামা ২/৩জন উল্লেখ করে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি ময়মনসিংহ জেলা পিবিআই কর্তৃপক্ষকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নিদের্শ প্রদান করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর মোঃ মোসলেম উদ্দিন আদালতের নিদের্শনা পেয়ে ইতিমধ্যে মামলাটি নান্দাইলে এসে সরজমিন তদন্ত করে গেছেন। নান্দাইলের মিডিয়ার কর্মীরা বিষয়টি বিলম্বে জানতে পেরে শুক্রবার (১৩ ডিসেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করে এক লোমহর্ষক ঘটনা দেখতে পান। স্কুল ছাত্রীটির শারীরিক অবস্থা সংকটপন্ন। যে কোন সময় বড় ধরনের ঘটনা (মৃত্যু) ঘটে যেতে পারে। এলাকাবাসী স্কুল ছাত্রীটিকে অপহরণ, ২মাস আটকে রেখে ধর্ষনের বিষয়টি স্বীকার করেন। স্থানীয় জনগণ অবিলম্বে ঘটনার সাথে জড়িত হোসাইন সহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার করার জোর দাবী সহ আসামী হোসাইন যাতে দেশের বাহিরে যেতে না পারে এর জন্য আইনগত ব্যবস্থা গ্রহনের জোরদাবী জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।