মঙ্গলবার , ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে উন্নয়ন ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

পাবনা প্রতিনিধি:

পাবনা জেলার ঈশ্বরদীর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সোমবার রাত সাড়ে আটটায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ঈশ্বরদীর উন্নয়ন ও সম্ভাবনা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নার সভাপতিত্বে আলোচনায় সহ সভাপতি আসাদুজ্জামান সুমন, এ্যাড.হেদায়েত-উল হক,বিপুল জোয়ার্দার, আশরাফুল আবেদীন, সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান,পায়েল হোসেন রিন্টু,মজিবর রহমান খান, মামুনুর রহমান, জিএম দোলন, মোস্তাক আহমেদ টনি, তুহিন হোসেন, সবুজ মোল্লাহ, তালুকদার রাসেল ও পাবনার সাংবাদিক ফজলুল হকসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা ঈশ্বরদীর রেলগেটে ফ্লাইওভার, স্টেডিয়াম, রিমডেলিং রেলস্টেশন নির্মাণ ও ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় রাস্তা নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

 

এছাড়া সবজি প্রধান এলাকা ঈশ্বরদীতে কৃষিবিশ্ব বিদ্যালয়,পাবলিক লাইব্রেরী, নদী বন্দরসহ প্রয়াজনীয় অবকাঠামো স্থাপনের উপর গুরুত্বারোপ করে বক্তারা, মৈত্রী ট্রেনে যাত্রী সাধারনের ভ্রমন সুবিধা সৃষ্টি করন, মাদক মুক্ত ঈশ্বরদী ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি ও বিনোদনের পরিবেশ সৃষ্টির লক্ষে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলদের ভুমিকা রাখার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। আলোচনা সভায় ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাজ দ্রুত এগিয়ে চলায় প্রধানমন্ত্রী,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের অভিনন্দন জানানো হয়।

একই সভায় পাবনা থেকে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে আগত ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ও দৈনিক লাখো কন্ঠের পাবনা জেলা প্রতিনিধি মোঃ ফজলুল হককে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।এসময় সাাংবাদিক ফজলুুল হক বলেন ঈশ্বরদী থানার সামনে থেকে শুরু করে অালহাজ্ব মোড় পর্যন্ত পাঁকা রাস্তার বেহাল দশা রাস্তা সংস্কারের দাবি জানান।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ