মঙ্গলবার , ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

পলাশবাড়ী উপজেলা আইন শৃঙ্খলা নিয়ে মাসিক সভায় – এমপি এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ আগস্ট, ২০২০

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-

বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও গাইবান্ধা ০৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড: উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না। জাতির পিতার স্বপ্ন ছিলো স্বপ্নের সোনার বাংলা গড়ার। কিন্ত তার এই স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করতে দেয়া হয়নি। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তার স্ব পরিবারকে হত্যা করে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল বঙ্গবন্ধুর নাম। ঘাতকদের সেই স্বপ্ন বাস্তবে প্রতিফলন হয়নি। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

১০ আগষ্ট সোমবার দুপুরে পলাশবাড়ী উপজেলা পরিষদের বঙ্গবন্ধু হল রুমে জাতীয় শোক দিবস যথাযথভাবে উদযাপন, মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর প্রশাসক আবু বকর প্রধান ও শ্রমিক নেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লবসহ অনেকে।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ