বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাগাতিপাড়ায় বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতা পেল সম্মাননা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

নাটোরের বাগাতিপাড়ায় ৫ জয়িতাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। সোমবার সকালে উপজেলার বড়াল সভা কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সফল জননী ক্যাটাগরিতে মোছা. আছিয়া বেগম, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী সাথী সুলতানা, শিক্ষা ও চাকুরীতে আয়েশা আক্তার, সমাজ উন্নয়নে মুর্শিদা বেগম এবং নির্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরুতে আয়শা বেগমকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা সাদ্দাম হোসেন ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।