সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের সলঙ্গায় ৪ দিন ব্যাপী অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণের আজ রবিবার ছিল সমাপনী।উল্লাপাড়া উপজেলা পরিসংখ্যান অফিসের আওতাভুক্ত সলঙ্গা ও রামকৃঞপুর ইউনিয়নের তথ্য সংগ্রহকারী ও সুপাইভাইজারদের চলছিল প্রশিক্ষণ কর্মশালা।সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে বুনিয়াদি এ প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন,আব্দুল হাকিম ও আইটি সুপারভাইজার আলমগীর হোসেন।আগামী ১০-২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে মাঠ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ।উপজেলাবাসীর সঠিক তথ্য সংগ্রহের লক্ষ্যে ৩৭৭ জন তথ্য সংগ্রহকারী এবং ৭৩ জন সুপারভাইজারকে প্রশিক্ষণ করানো হলো বলে উল্লাপাড়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান জানান।
বৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সলঙ্গায় অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণের সমাপনী
প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪