রবিবার , ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইলে গণপরিবহনে অতিরিক্ত আদায় করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ আগস্ট, ২০২০

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে করোনা পরিস্থিতিতে গণপরিবহনে সরকারি নিয়মনীতি না মানায় গণপরিবহনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ইউএনও মোঃ এরশাদ উদ্দিন। (১০ আগষ্ট) সোমবার উপজেলা সদরে সমূর্ত্ত জাহান মহিলা কলেজের সামনে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দীন । উপজেলার সকল মহল থেকে অভিযোগ ছিল ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে চলাচল কারি গণপরিবহন গুলো সরকার নির্ধারিত কোন নিয়মনীতির না মেনেই তাদের খেয়ালখুশি মতো পরিবহন চালাচ্ছে। দ্বিগুন ভাড়া আদায় করলেও যাত্রী নিচ্ছে আগের মতই।

 

গণ পরিবহনে সরকারের বিধিমালা উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী বহণ, মাস্ক পরিধান না করা,অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া এমকে সুপার( ঢাকা মেট্রো জ-১৪-১৯১২) নামে কিশোরগঞ্জগামী একটি বাসকে আদালত তল্লাশি করে দেখতে পায় গাড়ির চালক ১৫ বছর বয়সী শাহ-আলম নামে এক কিশোর। বাসটিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত । গাড়ির মালিককে ফোন করলে মালিক পক্ষ হতে মোঃ আরিফ উদ্দিন আসলে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের জেল দেওয়া হলে আরিফ উদ্দিন জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পায়।

 

এবিষয়ে ইউএনও এরশাদ উদ্দীন বলেন, সরকারের বিধিমালা অমান্য করায় গণ পরিবহনে এই জরিমানা করা হয়েছে। চালক কিশোর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মালিক পক্ষকে সাজা দেওয়া হয়েছে। এমন অভিযান চলমান থাকবে।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ