শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিংড়ায় জামায়াত নেতাকে অপহরণ করে মারপিটের ঘটনায় পলকসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

নাটোরের সিংড়া উপজেলায় জামায়াত নেতাকে অপহরণের পর হাতুড়িপেটা ও নির্যাতনের ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে ভুক্তভোগী জামায়াত নেতা আব্দুর রাজ্জাক বাদী হয়ে সিংড়া থানায় অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেন সিংড়া থানার অফিসার ইনচার্জ মো. আসমাউল হক। ভুক্তভোগী আব্দুর রাজ্জাক সিংড়া উপজেলার করচমাড়িয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলার ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ নভেম্বর সিংড়া উপজেলার কালীগঞ্জ থেকে জুমার নামাজ পড়ে বাড়ী ফেরার পথে আওয়ামী লীগ সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘনিষ্ঠ সহচররা মাইক্রোবাসে এসে আব্দুর রাজ্জাকের পথরোধ করে অপহরণ করে নিয়ে যায়। পরে পলকের নির্দেশে সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল, আওয়ামী লীগ নেতা জাহেদুল ইসলাম ভোলা, মোজাম্মেল হোসেন, শাহজাহান আলী, আব্দুর রউফ বাদশাসহ অন্যান্য সহযোগীরা হাতুড়ি দিয়ে আব্দুর রাজ্জাককে উপর্যপুরি আঘাত করে হাত-পা ভেঙ্গে তাকে ফেলে রেখে যায়।

অভিযোগে আরও দাবি করা হয়, ২০১৮ সালের ১৯ নভেম্বর ছাতার বাড়িয়া এলাকায় একটি ইসলামী জালসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফ্যাসিবাদী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিতের নাম উচ্চারণ করে আব্দুর রাজ্জাককে দোয়া করার নির্দেশ দেন জালসার প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরে তিনি নির্দেশ অমান্য করলে সকলের উপস্থিতিতে পলক তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

ওই ঘটনায় আব্দুর রাজ্জাক বাদী হয়ে থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন। এসময় নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল, কর্মপরিষদ সদস্য আফছার আলী, সিংড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ ও পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, সেক্রেটারী মিজানুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মামলার বাদী আব্দুর রাজ্জাক জানান, হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় দীর্ঘদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বর্তমানে তিনি ঠিকমত চলাফেরা করতে পারেন না। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসমাউল হক জানান, আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি বাদী হয়ে সাবেক প্রতিমন্ত্রী পলকসহ ২৯জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। আমরা পরবর্তী আইনগত কার্যক্রম বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।