রবিবার , ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

লোহাগড়ায় গণ ধর্ষন মামলার আসামী রিপন আটক

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার:

নড়াইলের লোহাগড়ার মাদক সম্রাট রিপন মোল্লা (৩৫) ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন। রিপন নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের বাসিন্দা। রোববার ভোরে তার বাড়ি থেকে লোহাগড়া থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। এক সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগে গত শনিবার রাতে ওই নারীর বাবা লোহাগড়া থানায় মামলা করেন। এ মামলায় আরও আসামি করা হয় কুমড়ি গ্রামের ওহিদুল মোল্লা (২৬) ও তালবাড়িয়া গ্রামের নুরনবী মোল্লাকে (২৫)। এ ছাড়া আরও অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, ধর্ষণের শিকার নারীর একটি সমস্যা মিটিয়ে দেয়ার কথা বলে তাঁর স্বামীসহ ওই নারীকে গত বুধবার রাতে আসামিরা মোটরসাইকেলে করে নিয়ে যান। পথে স্বামীকে হাত-পা ও মুখ বেঁধে মারপিট করেন তাঁরা।

 

পাশের গ্রামের বাঁশবাগানে নিয়ে রিপন ও ওহিদুল মেয়েটির মুখ হাত-পা বেঁধে ধর্ষণ করে। গভীর রাতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁদের বাড়ির পাশে ফেলে যায়। প্রতিবেশিরা তাঁকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেন। ওই নারীর বাবা বলেন, রিপন ও ওহিদুল আমার আপন চাচাতো ভাই। বাড়ি থেকে বের হলে বা এ বিষয়ে মুখ খুললে খুন করার হুমকি দেয়ায় ঘটনার দু’দিনের মধ্যে কেউ বাড়ি হতে বের হতে পারেননি।   প্রতিবেশিদের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর সহযোগিতায় দুু’দিন পর স্বামী ও স্ত্রী দুজনকে নড়াইল সদর হাসাপাতালে ভর্তি করা হয়। তাঁরা সেখানে চিকিৎসাধীন আছেন। লোহাগড়া থানা সূত্র জানায়, খুন সহ রিপন ১০টি ফৌজদারি মামলার আসামি।

 

এর মধ্যে সাতটি মাদক মামলা, একটি খুনের এবং আর দু’টি মারামারির।   লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘ধর্ষণের বিষয়টি পরিবার থেকে জানায়নি। নড়াইল সদর হাসাপাতালে ভর্তি হওয়ায় সদর থানা পুলিশের মাধ্যমে গত শুক্রবার বিষয়টি জানতে পারেন। তখন থেকে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নামে।   তাঁরা পালিয়ে ছিল। রোববার ভোরে রিপন বাড়িতে ফিরে এলে তাকে গ্রেপ্তার করা হয়। রিপন মাদকের একজন বড় ডিলার। তিনি এলাকায় নানা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। এর আগেও অন্য মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ