বৃহস্পতিবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফরিদপুরের নজরুল-আফজাল স্কুলএন্ড কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

পাবনা ফরিদপুর উপজেলায় মঙ্গলবার (১৯ নভেম্বর) ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নজরুল-আফজাল স্কুল এন্ড কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ফরিদপুর প্রেস ক্লাব ও দুর্ণীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি মো:আব্দুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মা সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম উদ্দিন,এ প্রতিষ্ঠানের সহসভাপতি ও নাগডেমড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মো: হেদায়েতুল্লাহ,সদস্য শফিকুল ইসলাম হিরু,সহকারী শিক্ষক মো: মনিরুজ্জামান ও দুলাল হোসেন প্রমুখ। ৮ম শ্রেণির শিক্ষার্থী হাসিন ইসরাক,কে এম তানভীর,৭ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস,৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া ইমরান ও নুজহাত তাবাসসুমের সঞ্চালনায় এ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন,ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বাসেদ।

সহকারী শিক্ষক রুমি হালদারের পরিচালনায় এবং শিক্ষার্থীদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন শিক্ষামূলক নাটক নাটিকা উপস্থাপন হয়। এ মা সমাবেশে প্রায় ৩ শতাধিক মা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানের এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।