ঈশ্বরদী পৌরসভার ৭ নং ওয়ার্ড পুলিশ ফাঁড়ি মাঠে প্রাঙ্গনে গত শুক্রবার (১৪ নভেম্বর) রাতে শহীদ আবু সাঈদ রাত্রিকালীন ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় ডিএসআই একাদশ এক শূন্য গোলে লিটিল মাস্টার ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় অতিরিক্ত সময় দেওয়া হয়। এতেও গোল না হওয়ায় ট্রাইব্রেকারে খেলার সমাপ্তি ঘটে। রাত্রি কালীন ফুটবল ফাইনাল খেলায় টানটান উত্তেজনা বিরাজ করে। খেলায় মাঠের বাহিরে কানায় কানায় দর্শক পরিপূর্ণ ছিল। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলাম হোসেন জুয়েল, আতাউর রহমান পাতা, ঈশ্বরদী পৌরভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, সাংবাদিক মোঃ সেলিম আহমেদ, আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন, খোরশেদ আলাম দিপু, আবু সাঈদ লিটন, অহিদুজ্জামান মিন্টু, সাইফ হাসান সেলিম, রাকিবুল হাসান আলম, খোরশেদ আলম, মাহমুদুর রহমান জুয়েল, আতিকুর রহমান তাঁরা, সেন্টু। খেলার আয়োজন করেন, বনি, সোহাগ, দিনু ও মিলন। ধারা বর্ণনা করেন আবুল কালাম আজাদ ও সাংবাদিক সেলিম আহমেদ। খেলা পরিচালনা করেন আলহাজ্ব ইকরামুল হক রনি। খেলা শুরুর আগে আবু সাঈদের আত্মার মাগফেরাত কামনায় নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থী আবু সাঈদের আত্মত্যাগের বিনিময়ে এদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। আবু সাঈদকে নিয়ে ফুটবল খেলার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। খেলাধুলা করলে শরীর এবং মন দুটোই ভালো থাকে। খেলাধুলার কোন বিকল্প নেই। আজকে যারা এই ক্ষুদ্র পরিসরে খেলাধুলা করছো তোমরা একদিন বড় হয়ে দেশের অনেক বড় বড় ক্লাবে খেলবে। খেলাধুলার কোন বিকল্প নেই।
সোমবার , ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদীতে শহীদ আবু সাঈদ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪