বুধবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সলঙ্গা ইউপি সচিবের অপসারন দাবী এলাকাবাসীর

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
সলঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব বাসুদেব ঘোষের বিরুদ্ধে অনিয়ম,দুর্নীতি,কর্মে ফাঁকি ও সেবা গ্রহীতাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় ভুক্তভোগী মহল গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন।অভিযোগ সুত্রে জানা গেছে,আত্মগোপনে থাকা আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান মোখলেছুর রহমান পরিষদের সচিব বাসুদেব ঘোষ মিলে সলঙ্গা ইউনিয়ন পরিষদকে দুর্নীতির আখড়ায় পরিনত করেছেন।সলঙ্গার তৎকালিন সচিব আব্দুল আলিমকে সরিয়ে দিয়ে দুর্নীতিবাজ সচিব বাসুদেব ঘোষকে তাড়াশ থেকে নিয়ে এসে যোগদান করান আওয়ামী লীগের চেয়ারম্যান মোখলেছ। বাসুদেব ষোঘ সলঙ্গা ইউনিয়ন পরিষদে যোগদানের পর হতেই হয়রানী ও সেবা বঞ্চিত হচ্ছেন ভুক্তভোগীরা।ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্পে নয়ছয়,ইচ্ছেমত   ভিজিডি,ভিজিএফ,কর্মসৃজন কর্মসুচী,টিসিবি,কাবিটা,বয়স্ক ভাতা,বিধবা ভাতাসহ সকল কাজে সীমাহীন দুর্নীতি করেছেন। চেয়ারম্যান আত্মগোপনে থাকলেও তার দোসর আওয়ামী লীগ সচিব বাসুদেব ঘোষ নিয়ম বহির্ভুত ভাবে নাগরিক,চারিত্রিক,জন্ম-মৃত্যু, ওয়ারিশীয়ানসহ বিভিন্ন কাগজে এখনও চেয়ারম্যানের স্বাক্ষর করাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।ইচ্ছেমত পরিষদে আসা যাওয়া করায় সচিবের অপেক্ষায়  জনগনকে ভোগান্তি পোহাতে হচ্ছে।পরিষদের বেশ কয়েকজন মেম্বর জানান,সচিব তার পরিষদের মেম্বরদেরও তোয়াক্কা করছেন না।মেম্বররা অভিযোগ করে বলেন,আত্মগোপনে থাকা চেয়ারম্যানের সাথে গোপনে যোগাযোগ করে এখনও আগের মতই দুর্নীতি করে পরিষদ চালাচ্ছেন।একাধীক অভিযোগকারী জানান, সরকারি ফি’র চেয়ে জন্মনিবন্ধনে এখনও দ্বিগুণ টাকা নিচ্ছেন সচিব।সেবা নিতে আসা ভুক্তভোগীরা তার কাছে জিম্মি।আক্ষেপ করে অনেকেই জানান,দুর্নীতিবাজ সচিব ধরাকে সরাজ্ঞান করছেন।কোন কিছুতেই যেন থামছে না তার অপকর্ম।অনেকেই বলছেন,তাড়াশ সদরে বহুতলার আলীশান ভবন নির্মান করেছেন।তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নে থাকা কালীন এডিবি,এলজিএসপি’র অর্থ লোপাটসহ বিভিন্ন অপরাধে সিরাজগঞ্জ পিবিআই-এ তদন্তাধীন রয়েছে তার দুর্নীতির মামলা।এ বিষয়ে আত্মগোপনে থাকা চেয়ারম্যান মোখলেছুর রহমানের (০১৭১২-৮০৮৯২২) নম্বরে যোগাযোগের চেষ্টা করলে বন্ধ পাওয়া যায়।আনীত অভিযোগগুলো মিথ্যা ও প্রতিহিংসার সামিল বলে জানান অভিযুক্ত সচিব বাসুদেব ঘোষ।
সরেজমিনে তদন্ত পুর্বক তার অপসারন দাবী জানান ভুক্তভোগী মহল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।