শুক্রবার , ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঝালকাঠিতে জীবন নাশ ও সন্ত্রাসী হামলা হুমকি দেয়ায় আদালতে ১০৭ ধারায় মামলা

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ আগস্ট, ২০২০

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে সন্ত্রাসী হামলা চেষ্টার প্রতিকার চেয়ে  ঝালকাঠি বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ১০৭/১১৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলানং-এমপি:১৩৬/২০২০(নল:)। মামলাটি দায়ের করেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ইসলামাবাদ গ্রামের মৃত নাজেম আলীর পুত্র মো: ফারুক হাওলাদার। তিনি আরজীতে জানান, বিবাদীরা নলছিটি থানার একই গ্রামের মৃত আমজেদ আলীর ছেলে মো: বেলায়েত হোসেন হাওলাদার, মো: কবির হাওলাদার ও মো: হেমায়েত হাওলাদার, মো: চান খানের ছেলে মো: খোকন খান, ইসমাইল আকনের পুত্র মো: ছালাম খান, হেমায়েত হাওলাদরের ছেলে মো: মামুন হাওলাদর, আ: ছালাম আকনের ছেলে মো: জুয়েল আকন, মো: ছাইম, আশ্রাব আলী খানের ছেলে মো: ইব্রাহিম খান, কবির হাওলাদরের ছেলে মো: শিহাব, মো: বেলায়েত হাওলাদরের স্ত্রী মোসা: লাভলী বেগম মিলিয়া দেশীয় অশ্রসশ্র নিয়ে তাকে হত্যার জন্য ইসলামাবাদ খেয়াঘাটে রাত ৮ টার সময় পরিকল্পিতভাবে হামলা করার চেষ্টা করে। তাকে হত্যার জন্য উদ্যত হলে তার ডাক চিৎকার শুনিয়া লোকজন আসলে উক্ত সন্ত্রাসীরা পালিয়ে যায়। এজন্য  তিনি আদালতে নিরাপত্তার আবেদন জানান।

এ ব্যাপারে ভুক্তভোগী মো: ফারুক হাওলাদার জানান, উল্লেখিত বিবাদীরা দাংগা হাংগামাকারী, দুর্দন্ত দস্যু প্রকৃতির লোক। তারা খুন খারাবীসহ যেকোন বেজাহানী কাজ করতে পারে। তাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমার জানমালের নিরাপত্তা দেয়ার দাবী জানাচ্ছি।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ