রবিবার , ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

যশোর সদরে চলছে কবিরাজির নামে ভন্ডামি

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ আগস্ট, ২০২০

মোঃ কামাল হোসেন:

যশোর সদর উপজেলার জঙ্গলবাঁধাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে চায়ের দোকানের পিছনে শহিদ নামে এক ভন্ড ফকির চিকিৎসার নামে অপকর্ম করে বেরাচ্ছেন। চিকিৎসার নামে নারীদের শ্লীলতাহানী ঘটাচ্ছেন তিনি।  স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর ধরে কালো রংয়ের একটি পাঞ্জাবি পরে শহিদ চায়ের দোকানের নাম করে দোকানের পিছনে একটি খাটের উপর মেয়েলি রোগের চিকিৎসার নামে তেল পড়া ও তেল মালিশ করছে। শুধুমাত্র যুবতী ও গৃহবধূদের তিনি এ চিকিৎসা দিচ্ছেন। ভন্ড শহিদ মেয়ের পেটে, পীটে, বুকে তেল মালিশ করার নামে স্পর্শ স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী ঘটাচ্ছে। নারীরা লোক লজ্জার ভয়ে মুখ খুলছে না।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শহিদ জঙ্গলবাঁধাল গ্রামের পূর্ব পাড়ার মৃত আমির আলী ফকিরের ছেলে। গ্রামের এক কলেজ ছাত্রী জানান, শহিদ চিকিৎসার নামে মেয়েদের ও গৃহবধূদের শ্লীলতাহানী ঘটাচ্ছে। চিকিৎসার প্রয়োজন এবং লোক লজ্জার ভয়ে কেউ মুখ খুলছে না। একবার কোন যুবতী বা গৃহবধূ তার কাছে গেলে দ্বিতীয়বার আর কেউ যাচ্ছে না। দিন দিন তার মাত্রা বেড়েই চলেছে। সম্প্রতি বন্ধা এক নারী তার চিকিৎসা করাতে যান।

 

তখন শহিদ তার স্পর্শ স্থানে হাত দিলে তিনি চিৎকার করে ওঠেন। বিষয়টি চায়ের দোকানে উপস্থিত অনেকে টের পান।চাকরীজীবি এক পুরুষ জানান, তার স্ত্রী গাইনি সমস্যা নিয়ে শহিদের কাছে গিয়েছিলেন। কিন্তু তিনি যা করেছেন, তার বিরুদ্ধে মামলা করা উচিৎ। কিন্তু মান সম্মানের ভয়ে মামলা করা হয়নি। এ গ্রামের অনেকেই শহিদের ভন্ডামি জানেন কিন্তু লজ্জায় কেউ এগিয়ে আসেন না। তবে, জঙ্গলবাঁধাল ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আব্দুস সাত্তার নারীদের চিকিৎসা করেন কি না তা জানেন না বলে উল্লেখ করে বলেন, পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে শহিদ শিশুদের বিভিন্ন তেল পড়া, পানি পড়া দিয়ে থাকেন। শিশুদের গলা ফলা, মাছের কাটা বাধলে, পায়ে মোচড় লাগলে তিনি চিকিৎসা দিয়ে থাকেন। তার পানি পড়া, তেল পড়ায় শিশুদের উপকার হয় বলে তিনি দাবি করেন। এব্যাপারে শহিদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ