শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল গতিরোধ করে ব্যবসায়ীর প্রায় ৭ লাখ টাকা ছিনতাই হয়েছে। ঘটনাটি ঘটেছে ভাঙ্গুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের সারুটিয়া রেল লাইন মোড়ে। ব্যবসায়ী মো. মিলন হোসেন ভাঙ্গুড়া পৌরসভার বাস টার্মিনাল এলাকায় ইলেকট্রনিকের দোকান ও বিকাশ ব্যবসায়ী ও পাটুলীপাড়া সরকারপাড়া মহল্লার মো. আমির হোসেনের ছেলে। এ বিষয়ে মিলন হোসেন ভাঙ্গুড়া থানায় একটি জিডি করেন।

জানা যায়, ব্যবসায়ী মিলন হোসেন প্রতিদিনের মতো মঙ্গলবার (১২ নভেম্বর) রাত দশটার দিকে দোকান বন্ধ করে নিজ মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তার বাড়ির পাশে সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রেললাইন মোড় নামক স্থানে পৌঁছালে মুখ বাঁধা দুজন লোক তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার হাতে থাকা ব্যাগ কেড়ে নেয়। ব্যাগের মধ্যে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা, বিকাশ একাউন্টে ১ লাখ ৬০ হাজার, নগদ একাউন্টে ৪৯ হাজার টাকা, ২টি স্মার্টফোন ও ৮টি বাটন ফোন ছিল। মিলনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশকে খবর দিলে দ্রুত ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম তার টিম নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ছিনতায়ের ঘটনায় ভাঙ্গুড়া থানায় একটি জিডি হয়েছে। ছিনতাইকারীদের ধরার জন্য তদন্ত চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।