পাবনার চাটমোহর উপজেলার চড়াইকোল দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র মোঃ রমজান আলী (১৩) আটঘরিয়া থানাধীন তার নানা বাড়ি যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। ঐদিন সন্ধ্যায় ভিকটিমের পরিবার জানতে পারে রমজান আলী তার নানা বাড়ি যায়নি। অনেক খোঁজাখুঁজির পর বুধবার সন্ধ্যায় অজ্ঞাতনামা মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের মাকে তার ছেলেকে ফিরে পেতে ৬০ হাজার টাকা দিতে হবে। টাকা দিতে ব্যর্থ হলে তার সন্তানকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা মোছাঃ ময়না বেগম বাদী হয়ে ৩১ অক্টোবর বৃহস্পতিবার চাটমোহর থানায় অজ্ঞানামা ব্যক্তিদের আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করলে মামলার সূত্র ধরে রমজান আলীকে উদ্ধার ও অপহরনকারীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে সিপিসি-২ পাবনা, র্যাব-১২। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-২ পাবনা ও সিপিএসসি বগুড়ার একটি যৌথ আভিযানিক দল গতকাল শনিবার (২ নভেম্বর ) রাত ৮টার দিকে পাবনা জেলার ভাঙ্গুরা থানাধীন বড়াল ব্রিজ এলাকা হতে অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরনকারীরা কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ভিকটিমকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পরে আজ রবিবার দুপুরে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঈশ্বরদী রেলস্টেশন এলাকা থেকে আসামী মেহেদী হাসান সাগর (২৫) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব। আটককৃত আসামি হলেন, নওগাঁ জেলার সদর উপজেলার দুবলহাটি গ্রামের মৃত আইনুদ্দিন এর ছেলে। এই বিষয়টি আজ সকালে প্রেস ব্রিফিংয়ে নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার পাবনা র্যাব-১২, সিপিসি-২, স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।
সোমবার , ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পাবনায় র্যাবের অভিযানে অপহৃত মাদ্রাসা ছাত্র রমজান আলী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ নভেম্বর, ২০২৪