বৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চৌহালীতে নানা আয়োজনে পালিত হলো জাতীয় যুব দিবস 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য ধারন করে সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় যুব দিবস  উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ মধ্যে দিয়ে দিবসটি  পালন করা হয়েছে।
শুক্রবার (০১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও  যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসার তপন কুমার সূত্রধর এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার শওকত মেহেদী সেতু ৷  স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার তপন কুমার সূত্রধর।
এতে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন  কর্মকর্তা আনিসুর রহমান , সহকারি যুব উন্নয়ন অফিসার মো. স্বপন মিয়া, চৌহালী প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, মেহেদী হাসান, আঃ কালাম, ও আঃ রাজ্জাক প্রমুখ।
আলোচনা সভায় ইউএনও শওকত মেহেদী সেতু বলেন, নিজেকে আত্মনির্ভরশীল হতে হবে, সবার যোগাযোগ ও কমিউনিকেশন রাখতে হবে। সরকারি সুযোগ সুবিধা ভোগ করে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। নিজের  কর্মসংস্থান নিজেই তৈরি করতে হবে। দেশ গড়তে যুবক-যুবাদের ভূমিকা সবচেয়ে বেশি। যুবকরা সবাই কম্পিউটার শিখে আত্মনির্ভরশীল হতে পারে । ঘরে বসে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যে বিক্রয় করতে হবে।
 আলোচনা সভা শেষে ৯ জন যুবক যুবতীর মাঝে  আত্মকর্মসংস্থান ঋণ কর্মসূচির আওতায় ৯ লাখ টাকার ঋণের চেক ও দুই ধাপে ৬০ জন যুবক যুবতীর  মোমবাতি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ গ্রহনকরী মাঝে  সনদপত্র বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।