পাবনার ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিদেশি রিভলবার ও গাঁজাসহ সাহাবুল হোসেন (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) পাকশী ইউনিয়নের বাঘইল কলপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত সাহাবুল হোসেন ওই এলাকার আমির হোসেন এর ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা ‘খ’ সার্কেল গোপন সংবাদের ভিত্তিতে সাহাবুল হোসেনের শয়ন কক্ষের বালিশের নিচ হতে ২০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। এসময় তার তোশকের নিচ হতে একটি লোহার তৈরী বিদেশী আট চেম্বার বিশিষ্ট রিভলভার উদ্ধার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অস্ত্র আইনে ঈশ্বরদী থানায় দুইটা মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে অস্ত্র মাদকসহ আটক ১
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪