আওয়ামী লীগের নেতাকর্মীদের লগি-বৈঠার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে উল্লাপাড়া শহীদ মিনার পাদদেশে এ আলোচনার সভার আয়োজন করে পৌর জামায়াত। পৌর জামায়াতের আমীর মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী। সভায় অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম, অফিস সেক্রেটারী আব্দুল বারী, পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ শামীম রেজা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী এস এম আল আমিন হোসেন, বড়হর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ শাহীন আলম, পূর্ণিমাগাঁতী ইউনিয়ন জামায়াতের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা শিবিরের সভাপতি মোঃ মোস্তফা সাদ, কামিল মাদ্রাসা শিবিরের সভাপতি আশিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। গত ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকা সহ সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের লগি-বৈঠার আন্দোলনে বেশ কয়েকজন নেতা-কর্মী নিহত হয়েছিল বলে তাদের স্মরণে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আ’লীগের লগি বৈঠা আন্দোলনে নিহতদের স্মরণে উল্লাপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪