শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি তোতাকে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটিতে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ আনোয়ারুল ইসলাম তোতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তার নিজ এলাকায় এ সংবর্ধনা দেওয়া হয়।
স্থানীয় শিক্ষক মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কর্মকর্তারা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ও সংবর্ধিত শিক্ষক নেতা মোঃ আনোয়ারুল ইসলাম তোতা। এ সময় তাকে পুষ্পমাল্য, ফুলের তোড়া ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষক মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় শিক্ষক সংগঠন। এ সময় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আফম জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক নেতা মোশাররফ হোসেন, শহিদুল্লাহ লিটন, সামছুল হুদা, ময়নুল হোসেন ও আব্দুস সালাম প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠনের লক্ষে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে বড়হর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রীয় নেতা মোঃ আনোয়ারুল ইসলাম তোতাকে সভাপতি ও বন্যাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।