বৃহস্পতিবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দলের দূঃসময়ে সময়ে হাল ধরেছিলেন ডা. মোস্তফা নোমান 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
স্বৈরাচারী আওয়ামী সরকারের সময়ে দলের নিবেদিত প্রাণ হয়ে হাল ধরেছিলেন ডা. আহমেদ মোস্তফা নোমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসে করেছেন বিভিন্ন আর্থিক সহায়তা। এছাড়াও দলের সুবিধাবঞ্চিত নেতাকর্মীদের ভালোবাসে করে যাচ্ছেন বিনামূল্যে চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা। দলের দুঃসময়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে করেছেন সার্বিক সহযোগিতা।
বলছি, শিবরামপুর মহিষের ডিপু এলাকার সমাজসেবা ও ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচিত নাম আহমেদ মোস্তফা নোমানের কথা।
ডা: আহমেদ মোস্তফা নোমান, প্রথমে পাবনা সরকারি বুলবুল কলেজ ছাত্রদলের অন্যতম সদস্য হয়ে দলে যোগদান করেন। পরে ২০১২ সালে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হোন। এরপর ২০১৩ সালে জিয়াউর রহমান ফাউন্ডেশন’র অন্যতম সদস্য ও ২০১৯ সালে পাবনা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হোন। এরপর হন পাবনা পৌর বিএনপির সদস্য সচিব। বর্তমানে তিনি পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে দায়িত্বপ্রাপ্ত আছেন।
ডা. মোস্তফা নোমান, ২০০১ সালে মেমোরিয়াল ডোনার ক্লাবের মাধ্যমে জেলা শহর থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় বিনামূল্যে রক্তদান কর্মসুচি চালিয়ে আসছেন। এবং মাদকের কালো থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে নিয়মিত ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছেন তিনি। এছাড়াও মেধাবী ছাত্রদের দেশ ও দেশের বাহিরে নিজ খরচে ভ্রমণ করিয়েছেন তিনি। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে উন্মুক্ত করেছেন নিজের হাতে গড়া দুটি প্রতিষ্ঠান। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার তরুণ বেকার যুবকদেরও জন্যও করেছেন কর্মসংস্থানের ব্যবস্থা।
ডা: নোমান চিকিৎসা সেবার মাধ্যমে হাজার হাজার মানুষকে বিনামূল্যে সেবা ও ঔষুধ বিতরণ করেছেন। করোনাকালীন সময়ে নিজের জীবনকে বিপন্ন করে দিয়েছেন করোনা রোগীর চিকিৎসা। এছাড়াও সংস্কৃতি মনা ডা. নোমান বিভিন্ন সময় সামাজিক সংগঠনের মাধ্যমে কবিতা উৎসব, বিতর্ক প্রতিযোগীতা, পাবনা জেলার জন্মদিনে আলোকচিত্র প্রদর্শনী ও বিভিন্ন সাহিত্য ম্যাগাজিন প্রকাশে করেছে ব্যাপক সহায়তা।
এছাড়াও ইসলামি বিপ্লবে রয়েছে তার অবদান। শৈশব থেকেই ইসলামি সংস্কৃতির সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক। তার নিজস্ব এলাকায় দীর্ঘদিন যাবত ইসলামী মাহফিল পরিচালনা করে আসছেন ডা. নোমান।
ডা: নোমান বর্তমান প্রজন্মের কাছে আধুনিক বিএনপির রোল মডেল হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। তার দেখাদেখি তরুণ প্রজন্মের রাজনীতি থেকে বিমুখ হওয়া মেধাবী শিক্ষার্থীরা আগ্রহ প্রকাশ করছেন রাজনীতিমুখী হওয়ার। সততার উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে ডা. নোমান রাজনৈতিক মহলে বেশ আলোচিত ও সমালোচিত।
এবিষয়ে ডা. মোস্তফা নোমান জানান, বিএনপির রাজনৈতিক মতার্দশে অনুপ্রাণিত হয়ে দল ও সাধারণ মানুষের জন্য কাজ করছি। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে জাতীয়তাবাদী দল বিএনপির দারাই সম্ভব। তাই দলের আর্দশকে সামনে রেখে সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করছি। এছাড়াও তিনি বলেন, সম্প্রতি দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের বন্যা দুর্গত এলাকায় আমার সামর্থ অনুযায়ী অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে প্রায় নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার ত্রাণসামগ্রী বিতরণ করেছি। এছাড়াও ফেনী কুমিল্লা লালমনিরহাট ও পটুয়াখালীসহ বেশ কয়েকটি জায়গায় ত্রাণ ত্রাণসামগ্রী পাঠিয়েছেন বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।