বৃহস্পতিবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মানব সেবা অভিযান ভাঙ্গুড়া শাখা কতৃক আয়োজিত হুইল চেয়ার, গাছ বিতরণ ও অন্যান্য কর্মসূচি পালন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২ অক্টোবর, ২০২৪

আজ ২ অক্টোবর মহিলা ডিগ্রী কলেজ ভাঙ্গুড়া হলরুমে মানব সেবা অভিযান ভাঙ্গুড়া শাখা কতৃক আয়োজিত হুইল চেয়ার, গাছ বিতরণ ও অন্যান্য কর্মসূচি পালন করা হয়েছে।মানবসেবা অভিযান ভাঙ্গুড়া শাখায় সংস্থার শাখা ব্যবস্থাপক মো: তুহিন আলী এর উপস্থাপনায় সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ পরিষদ সদস্য সারওয়ার জাহান বাবু ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আব্দুল লতিফ অধ্যক্ষ সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজ বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ কামাল হোসেন অধ্যক্ষ মহিলা ডিগ্রী কলেজ,মো: জাহিদুল ইসলাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদা পারভীন প্রভাষক হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজ, মো:আব্দুল সাত্তার মিয়া সহকারী প্রকৌশলী ( Civil petro Bangla Retd),ভাঙ্গুড়া শাখার সকল মাঠ কর্মীগণ
প্রমুখ।

এ দিন উক্ত শাখার ১৫০ জন সদস্যের মাঝে মোট ৩০০টি ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয় এবং ২ জন বয়স্ক ব্যক্তিকে ২৪০০/- টাকা করে মোট ৪৮০০ টাকা বয়স্ক ভাতা প্রদান করা হয় যাহা চলমান থাকবে।

গাছ বিতরণ ও বয়স্ক ভাতা প্রদানের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ও বাল্য বিবাহ রোধ নিয়ে আলোচনা করা হয়। সংস্থাটির ভাঙ্গুড়া শাখায় ক্ষুদ্র ঋণ প্রদানের পাশাপাশি সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে এ পর্যন্ত মোট চিকিৎসা ভাতা প্রদান তিনজন নারী সহ মোট ১২ জনকে ৪৩ হাজার টাকা, সুদ মুক্ত শিক্ষা ঋণ প্রদান দুজন নারী সহ মোট ১২ জনকে ৭২ হাজার টাকা, সুদ মুক্ত প্রতিবন্ধী ঋণ প্রদান এ পর্যন্ত ছয় জনকে ৬০ হাজার টাকা, গাছ বিতরণ ১৫০ জনসহ মোট ৩৫০ জনকে মোট -৭০০ টি। হুইলচেয়ার বিতরণ পাঁচ জনসহ মোট ৬ জনকে ছয়টি দুস্থ ও অসহায় দুজনকে ৩ মাস পরপর ২৪০০ টাকা ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।